MEDICO-BioStar | HSC Batch 2022
এইচএসসি ২০২২ ব্যাচের জন্য দেশব্যাপী অফলাইনে বায়োলজি অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। এইচএসসি প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান শর্ট সিলেবাসের ভিত্তিতে ১০০ নাম্বারের MCQ প্রশ্নে সারাদেশে ৫০টির অধিক জেলায় একই সময়ে একযোগে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্দেশনা :
[১] অবশ্যই মেডিকোর ওয়েবসাইট ems.medico.com.bd এ তথ্য পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রোল ও সিরিয়াল সংগ্রহ করতে হবে। MCQ পরীক্ষার সময় এই রোল ও সিরিয়াল নং প্রয়োজন হবে।
[২] যারা মেডিকোর কোন কোর্সে( মেডিকেল ও ভার্সিটি) ভর্তি হয়ে রোল ও সিরিয়াল পেয়েছ, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই, শুধুমাত্র ems.medico.com.bd তে Log in করে Program Enroll(Program Name : MEDICO-BioStar) করলেই হবে।
[৩] পরীক্ষার ৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে এবং জাতীয় পর্যায় ও আঞ্চলিক পর্যায়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।